বিরাট-ধোনির বিরুদ্ধে ক্রিকেট খেলবেন লিওনেল মেসি !

ডিসেম্বরে ভারত সফরে আসছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ক্যাপ্টেন লিওনেল মেসি। ভারতে মেসি-রোনাল্ডোদের সমর্থন কতটা, নতুন করে বলার নয়। মেসি প্রথম বার ভারতে আছেন তা নয়। এ বার দীর্ঘ সফর। কলকাতা থেকে শুরু হবে তাঁর সফর। ভারতের আরও নানা জায়গাতেই যাবেন। এখনও অবধি এমনটাই খবর। কলকাতার ইডেন গার্ডেন্সে সৌরভ গঙ্গোপাধ্যায়, বাইচুং ভুটিয়াদের সঙ্গে ঝঞ্জAT কাপ সফ্টবল খেলবেন মেসি। তবে এখানেই শেষ নয়। কলকাতার বাইরেও বড় চমক অপেক্ষা করছে। ট্রফির নিরিখে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে ক্রিকেট খেলার কথা ফুটবল কিংবদন্তি লিও মেসির!

লিও মেসির ভারত সফর সংবাদংস্থা পিটিআইকে নিশ্চিত করেছেন উদ্যোক্তারা। কবে কোথায়, কী করবেন মেসি, তাও নাকি নিশ্চিত। শুধু ঘোষণা হওয়া বাকি। সেই সূচি অনুযায়ী বড় চমক অপেক্ষা করছে। সূত্রের খবর, লিওনেল মেসির একটি ক্রিকেট ম্যাচ খেলার কথা। সেখানে মহেন্দ্র সিং ধোনি ছাড়াও অংশ নেবেন ভারতের আরও কিংবদন্তি সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং রোহিত শর্মাও।

সূত্রের খবর, ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ধোনিদের সঙ্গে ক্রিকেট ম্যাচে অংশ নেবেন মেসি। মুম্বই ক্রিকেট সংস্থার তরফে জানানো হয়েছে, ১৪ ডিসেম্বর ওয়াংখেড়েতে যাবেন মেসি। প্রাক্তনদের পাশাপাশি ভারতের বর্তমান ক্রিকেটারদেরও থাকার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =