ট্রফি জয়ের নিরিখে সেরার সেরা লিওনেল মেসি

এই নিয়ে ১৬ বার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা পরপর দু’বার কোপা ট্রফি আর্জেন্টিনা শিবিরে তুলে আনলেন লিওনেল মেসিরা। আর্জেন্টাইন সুপারস্টার কোপা আমেরিকা ফাইনালের পুরোটা খেলতে পারেননি। পা মচকে যাওয়ায় ৬৫ মিনিটে তিনি কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন। কিন্তু মেসির ভাগ্যেই ছিল কোপার ট্রফি। কলম্বিয়া ভালো খেলেও আর্জেন্টিনাকে আটকাতে পারল না। কোপার ট্রফি হাতে তুলে নিয়ে জয়ের নিরিখে সেরার সেরা হলেন লিওনেল মেসি।

এ বারের কোপা আমেরিকা জিতে লিওনেল মেসির ঝুলিতে মোট ৪৫টি সিনিয়র স্তরের ট্রফি এল। সেই সুবাদে তিনি ছাপিয়ে গেলেন দানি আলভেসকে। ফুটবল ইতিহাসে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অলিম্পিকের মতো খেতাব রয়েছে মেসির নামে।

এক ঝলকে দেখে নিন লিওনেল মেসির ঝুলিতে রয়েছে কোন কোন ট্রফি

  • লা লিগা – ১০টি ট্রফি (বার্সেলোনা)
  • কোপা দেল রে – ৭টি ট্রফি (বার্সেলোনা)
  • স্প্যানিশ সুপার কার – ৭টি ট্রফি (বার্সেলোনা)
  • উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ – ৪টি ট্রফি (বার্সেলোনা)
  • উয়েফা সুপার কাপ – ৩টি ট্রফি (বার্সেলোনা)
  • ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ – ৩টি ট্রফি (বার্সেলোনা)
  • লিগ ১ – ৩টি ট্রফি (পিএসজি)
  • ট্রফি ডি চ্যাম্পিয়ন – ১টি ট্রফি (পিএসজি)
  • লিগস কাপ – ১টি ট্রফি (ইন্টার মায়ামি)
  • ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ – ১টি ট্রফি (আর্জেন্টিনা)
  • অলিম্পিক – ১ (আর্জেন্টিনা)
  • কোপা আমেরিকা – ২টি ট্রফি (আর্জেন্টিনা)
  • লা ফিনালিসিমা – ১টি ট্রফি (আর্জেন্টিনা)
  • ফিফা বিশ্বকাপ – ১টি ট্রফি (আর্জেন্টিনা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 14 =