শ্রীনগর : পহেলগাম হামলার সঙ্গে যোগ থাকার সন্দেহে জম্মু ও কাশ্মীরের দুই সন্ত্রাসবাদীর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন। জম্মু ও কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে ও অনন্তনাগ জেলার বিজবেহারায় দুই সন্ত্রাসীর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
জম্মু ও কাশ্মীরের ত্রালে লস্কর-ই-তৈবার সন্ত্রাসী আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। আসিফ শেখ পহেলগাম সন্ত্রাসী হামলায় জড়িত বলে ধারণা করা হচ্ছে। চলমান সন্ত্রাস-বিরোধী অভিযানের অংশ হিসেবে কর্তৃপক্ষ বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।
অন্যদিকে, অনন্তনাগ জেলার বিজবেহারায় লস্কর জঙ্গি আদিল হুসেন ঠোকরের বাড়িও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, জঙ্গি আদিল ঠোকর ২০১৮ সালে আটারি-ওয়াঘা সীমান্ত হয়ে পাকিস্তানে গিয়েছিল প্রশিক্ষণ নিতে। গত বছরেই আবার জম্মু ও কাশ্মীরে ফিরে আসে সে।