কলকাতা : রবিবার ছুটির দিনে আকাশ পরিষ্কার রয়েছে। রোদ উঠতেই খুশির পরিবেশ। গরম যদিও কাটছে না। এই অবস্থায় যদিও আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস অনুযায়ী, সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে আগামীকাল ও পরশু অর্থাৎ সোমবার এবং পরদিন অর্থাৎ মঙ্গলবার সব জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ করে রবিবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন বিঞ্জানী ড. অন্বেষা ভট্টাচার্য। তিনি বলেন, আগামী ৭ আগস্ট চারটি জেলা – নদীয়া, দুই ২৪ পরগণার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

