ক্লাব জোট ও ফেডারেশনের কমিটির আলোচনায় আইএসএল নিয়ে আশার আলো

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের গঠিত তিন সদস্যের বিশেষ কমিটির লিগ নিয়ে প্রস্তাব হয়তো অবশেষে মেনে নিতে চলেছে ক্লাব জোট। বুধবাবের পর ক্লাব প্রতিনিধিরা আবার এদিন শুক্রবার কমিটির সদস্যদের সঙ্গে আলোচনায় বসেন। আইএসএল নিয়ে দুপক্ষের আলোচনা হয়, সেখানে দুপক্ষই সব বিষয় নিয়ে সহমত পোষণ করে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে ২৯ ডিসেম্বর। এর ফলে ফেব্রুয়ারির শুরুতে আইএসএল হওয়ার আশা দেখা যাচ্ছে।
এআইএফএফ শীর্ষ লিগের জন্য ২০ বছরের পরিকল্পনা পেশ করেছে। প্রতিটি ক্লাবকে ১ কোটি টাকা ফি দিতে হবে, অর্থাৎ ১৪ কোটি টাকা ফেডারেশন এমনিই পাচ্ছে। সব শেয়ারহোল্ডারদের দানে একটি ‘সেন্ট্রাল অপারেশনাল বাজেট’ গঠন করা হবে। ফেডারেশনের অধীনে আগামী ২০ বছরের জন্য আইএসএল নতুন কাঠামোয় ৭০ কোটি টাকার বাজেট, আয়ের ৫০% ক্লাবের জন্য এবং অবনমন হয়ে যাওয়া ক্লাবের বিনিয়োগ সুরক্ষার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
শুক্রবার আইএসএলের রোডম্যাপ নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কমিটির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিল ইস্টবেঙ্গল বাদে বাকি ১৩টি ক্লাব ও ফ্র‍্যাঞ্চাইজির প্রতিনিধিরা।  উপস্থিত ছিল মহামেডান ও ইন্টার কাশীর প্রতিনিধিরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − eight =