লিফট চাপা পড়ে মৃত্যু নিরাপত্তারক্ষীর

পার্ক স্ট্রিটের একটি বহুতলে লিফট ছিঁড়ে মৃত্যু হল এক নিরাপত্তারক্ষীর। মৃতের নাম রহিম খান। সূত্রে খূবর, পার্ক স্ট্রিটের একটি বহুতলে লিফট ছিঁড়ে মৃত্যু হয় এই নিরাপত্তারক্ষীর। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রহিম খান। একবালপুরের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল থেকেই পার্ক স্ট্রিটের ওই বহুতলে লিফট মেরামতির কাজ চলছিল। তখন আচমকাই লিফটের তার ছিঁড়ে যায়। এদিকে ঘটনাস্থলে লিফটম্যান রহিম খান গোটা বিষয়টির তদারকি করছিলেন। ফলে লিফট ছিঁড়ে পড়ে তাঁর মাথায়।লিফটের তলায় চাপা পড়েন তিনি। ঘটনায় গুরুতর জখম হন রহিম খান। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ। একইসঙ্গে ঘটনাস্থলে যান বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও। দ্রুত লিফট সরিয়ে রহিম খানকে উদ্ধার করা হয়। উদ্ধার কার্যে হাত লাগান দমকলকর্মীরাও। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় লিফটের তলা থেকে যুবককে বের করে আনা সম্ভব হয়। তবে শেষরক্ষা হয়নি। কারণ, তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে স্থানীয়রা এই ঘটনায় জানান, পার্ক স্ট্রিটের ওই বহুতলে মোট চারটি লিফট রয়েছে। এর আগেও একাধিবার লিফট নিয়ে সমস্যা দেখা গিয়েছে। তৃতীয় লিফটটি প্রায়শই চার তলা থেকে এক তলায় নেমে যাচ্ছিল। ফলে মেরামতির জন্য বুধবার সকাল থেকে কাজ শুরু হয়। আর সেই সময়ই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 6 =