১২ বছর মিথ্যাচার করেছেন, ইনসাফ যাত্রায় মমতাকে আক্রমণ সেলিমের

নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: ‘বারো বছর ধরে উনি কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলেন? মুখ্যমন্ত্রীর কাজ হল অন্যায় হলে তার তদন্ত করে সত্য বের করা। বারো বছর ধরে উনি মিথ্যাচার করে গিয়েছেন। সত্যকে ধামাচাপা দিয়ে গিয়েছেন।’ শুক্রবার ইনসাফ যাত্রায় যোগ দিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই কথা বলেন।
৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক নিয়ে শুক্রবার ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা বর্ধমানের পালিতপুরে পৌঁছয়। দেওয়ানদিঘি হয়ে যাত্রা মন্তেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয়। এতে মহম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়, আভাস রায়চৌধুরী সহ অন্যরা অংশ নেন।
এদিন সেলিম আরও বলেন, ‘ইডি, সিবিআই, হাইকোর্টের নির্দেশে কয়েকজন চোরকে ধরেছে। তাতেই ওনার মাথা গরম হয়ে গিয়েছে। এখনও তো কালিঘাটে ঢোকেনি। মমতা ব্যানার্জির গোটা পরিবারের সম্পত্তির হিসেব চাইছে মানুষ। রাতে মমতা ব্যানার্জি ঘুমোতে পারছেন না। আইন আইনের পথে চলবে। তৃণমূল বা বিজেপির কথায় কেন চলবে? তা হলে বিচার ব্যবস্থাটা তুলে দিন।’
এদিন মীনাক্ষী বলেন, ‘ওনার কথা উনি বলছেন। যারা চুরি করেছে তারা জেলে গিয়েছে। যারা চুরি করেনি তারা রাস্তায় আছে। ওনার (মুখ্যমন্ত্রীর) পাশে চোর ছাড়া কেউ নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =