টিটকিরি না দিয়ে রাজনৈতিক ভাবে লড়াই হোক, মালব্যের ট্যুইটের জবাবে জানালেন ফিরহাদ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিয়ো শেয়ার করেন বিজেপির মুখপাত্র অমিত মালব্যর টুইট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি চলাকালীন ‘চোর, চোর’ স্লোগান দেওয়া হয় এমন একটি ভিডিয়ো শেয়ার করেন বলেই খবর। পাশাপাশি এই ভিডিয়োতে এও দেখা গিয়েছে, অভিষেক সেই চিৎকার শুনে গাড়ি থেকে নেমে এলে পালিয়ে যায় ওই স্লোগান যাঁরা দিচ্ছিলেন তাঁরা। এদিকে এই ঘটনায় অমিত মালব্য তাঁর টুইটে লেখেন, ‘বাংলার সুপার সিএমকে চোর বলে ডাকছে একজন, যদিও এটা প্রথমবার নয়। এরপরই তিনি গাড়ি থেকে নেমে নিরাপত্তারক্ষীদের নিয়ে ছুটে যান।’ আর এই ঘটনা সামনে আসতেই তীব্র সমালোচনা করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম এও মন্তব্য করেন, ‘যে চোর হয়, তার সবাইকেই চোর বলে মনে হয়।‘
শুক্রবার কর্মসূচিতে যোগ দিয়ে এই বিষয়ের তীব্র নিন্দা করেন ফিরহাদ। বলেন, ‘চোরো কো আতি হ্যয় নজর সারে জাহাঁ চোর।‘ একইসঙ্গে তিনি এও জানান, ‘রাজনৈতিকভাবে না পেরে ব্যক্তিগত কুৎসা করে পায়ের নীচে মাটি পাওয়ার চেষ্টা চলছে।‘ একইসঙ্গে ফিরহাদ এ প্রশ্নও তোলেন, ‘রাজনৈতিকভাবে লড়াই হোক না, ব্যক্তি কুৎসা কেন? টোন টিটকিরি কেন? আমার কাজের থেকে বেশি ভাল কাজ তুমি করো। মানুষ তোমাকে সমর্থন করবে। টোট টিটকিরি করে কী লাভ? আমার একটা জায়গায় সংগঠন আছে, ১০-২০টা ছেলে আছে। কাউকে অপমান করতে পারি, চোর বলতে পারি। যখন তোমার নেতারা আমার এলাকায় আসবে, আমার তো সর্বত্র সংগঠন, তাহলে তো বেরোতে পারবে না রাস্তায়।‘
একইসঙ্গে অভিষেকের গাড়ি থেকে নেমে এসে যে প্রতিবাদ করেন সেই ঘটনায় ফিরহাদ জানান, ‘অন্যায় সবসময় মেনে নেওয়া যায় না। আজও তো কোনও কেস বিচার বিভাগ শাস্তি দেয়নি। শুধু কেন্দ্রীয় সংস্থা দিয়ে বদনাম করানোর চেষ্টা করা হয়েছে। কেন চোর হতে যাব আমরা? মানুষের কাজ করতে এলে চোর বলবে? আমার স্ত্রী, আমার বাচ্চাদের অপমান করা হবে? কীসের চোর আমরা? যে চোর আইন শাস্তি দেবে। আগে থেকে বলার অধিকার কে দিয়েছে?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + sixteen =