আগামী গুড ফ্রাইডেতে রাজ্যে ছুটি ঘোষণা করায় মেট্রো সংখ্যা কম থাকবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ৷ বুধবার মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান,আগামী শুক্রবার ব্লু লাইনে ২৮৮টির পরিবর্তে ১৮৮ টি মেট্রো চালানো হবে। মোট মেট্রোর মধ্যে ৯৪টি আপ আর ৯৪ টি ডাউন মেট্রো রয়েছে। তবে ব্লু-লাইনে ৭ এপ্রিল দিনের শুরু এবং শেষ মেট্রোর পরিষেবা সময় একই থাকবে। এদিকে গ্রিন লাইনে ৭ এপ্রিল সারাদিনে চলবে ৯০টি মেট্রো। এর মধ্যে থাকবে ৪৫ টি আপ এবং ৪৫টি ডাউন। সাধারণত এই লাইনে ১০৬টি মেট্রো চলে। তবে এক্ষেত্রেও দিনের শুরু এবং শেষ মেট্রোর সময় একই থাকবে।
ব্লু লাইনে প্রথম মেট্রো দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। আবার ফিরতি কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্য্ন্ত মেট্রো ছাড়বে ওই ৬ টা ৫০ মিনিটেই। সকাল ৬টা ৫৫-তে পাওয়া যাবে দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রো। রাত ৯টা ২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো মিলবে কবি সুভাষ যাওয়ার জন্য। আর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো মিলবে রাত সাড়ে ন’টায়। এদিকে রাত ৯টা ৪০-এ দমদম থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রো মিলবে। একই সময় একটি মেট্রো ছাড়বে কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশেও। এদিকে গ্রিন লাইনে শিয়ালদহ থেকে প্রথম সার্ভিস শুরু হবে সকাল ৬টা ৫৫ মিনিটে। যাবে সেক্টর ফাইভ পর্যন্ত। উল্টোদিকে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ আসবে যে মেট্রো তা ছাড়বে সকাল ৭টায়। শেষ মেট্রো শিয়ালদহ থেকে মিলবে ৯ টা ৩৫-এ। অন্যদিকে সল্টলেক থেকে শেষ মেট্রো শিয়ালদার উদ্দেশে রওনা দেবে রাত ৯ টা ৪০এ।