মিথ্যা প্রতিশ্রুতির বাজেট বলে কটাক্ষ বামপন্থী নেত্রী মীনাক্ষী মুখার্জি

আসন্ন লোকসভা ভোটের আগে কর্মীদের উৎসাহিত করতে হুগলির আরামবাগে এসে একটি অভ্যন্তরীণ বৈঠক করে গেলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। এদিন তিনি আরামবাগ সিপিআইএমের ১ নম্বর এরিয়া কমিটির কার্যালয়ে ডিওয়াইএফআই এর নেতৃত্ব সহ অন্যান্যদের নিয়ে বৈঠক করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভ্যন্তরীণ বৈঠক সম্বন্ধে কোনও মন্তব্য করতে চাননি। এদিন বাজেট নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, মিথ্যা প্রতিশ্রুতির বাজেট, যেখানে কাজ নেই এবং যেখানে মদ ও ধারের ওপর নির্ভর করে একটা বাজেটে তার জায়গা দেখানো হয়েছে। ৬ লক্ষ কোটি টাকা ধার, কোথা থেকে শোধ হবে, নতুন কিছুই নেই। লোকসভা নির্বাচনে বামপন্থীরা সর্বস্ব দিয়ে লড়াই করবে। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ ও ২০০ টাকা করে বাড়ানো হয়েছে এ প্রসঙ্গে মীনাক্ষী মুখার্জী বলেন, মানুষের যা প্রত্যেক দিনের রুজি রুটির যন্ত্রণা তাতে সরকারের উচিত মানুষের পাশে আরও বেশি করে দাঁড়ানো। কিন্তু কোথায় কি। শুধু মিথ্যা প্রতিশ্রুতির বন্যা। এছাড়াও বিজেপিকে কটাক্ষ করে গেলেন। সবমিলিয়ে লোকসভা নির্বাচন, আরামবাগ লোকসভায় হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বলা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 6 =