হকার উচ্ছেদের প্রতিবাদে সোদপুরে মিলে গেল বাম-তৃণমূল

ব্যারাকপুর :জবরদখল খালি করার জন্য কয়েকদিন আগে পূর্ব রেলের তরফে শিয়ালদহ মেইন শাখার সোদপুর স্টেশনে নোটিস দেওয়া হয়েছিল। বুধবার হকার উচ্ছেদের কথা ছিল। কিন্তু রেল প্রশাসনের তরফে এদিন কাউকে দেখা যায়নি। তা সত্ত্বেও উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে এদিন সকাল থেকে স্টেশনের প্ল্যাটফর্মে জমায়েত হয়ে সভা ও মিছিল করলো হকার ভাইয়েরা। হকার ভাইদের আন্দোলনে এদিন মিলেমিশে একাকার হয়ে গেল বাম-তৃণমূল। উচ্ছেদের বিরুদ্ধে এদিন একজোট হয়ে সরব হতে দেখা গেল সিটু ও আইএনটিটিইউসি-কে। সিটু নেতা অনির্বান ভট্টাচার্য বলেন, হকার উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে এদিন আইএনটিটিইউসি ও সিটু একজোট হয়ে সভা করেছে এবং মিছিল করেছে। তাদের দাবি, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। রেলকে বেসরকারিকরন করা যাবে না। হকার ভাইদের লাইসেন্স দিয়ে ব্যবসা করার সুযোগ দিতে হবে। তবে বাম-তৃণমূলের জোটকে কটাক্ষ করে বিজেপি নেতা জয় সাহা বলেন, বাংলায় তৃণমূল ও বামেদের সেটিং রাজনীতি চলছে। তৃণমূল ক্ষমতায় আসার পর সুবিধা ভোগীরা জার্সি বদল করে তৃণমূলে এসে ক্ষমতা ভোগ করছে। জয়ের দাবি, ভোট ব্যাঙ্ক ধরে রাখতে হকার ভাইদের পাশে দাঁড়াচ্ছে তৃণমূল। কিন্তু বাংলার জনতা আগামীদিনে বাম-তৃণমূল জোটকে প্রত্যাখান করবে। জয়ের কথায়, রেলের উন্নয়নে জায়গার দরকার হলে জবর দখল খালি করতে হবে। আর পুনর্বাসনের বিষয়টি দেখা উচিত রাজ্য সরকারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 2 =