তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: ¬তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করল প্রায় দু’ হাজার তৃণমূল সদস্য। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের। এদিন রাজ্য কংগ্রেসের সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য তাদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন। এছাড়াও ছিলেন পূর্ব বর্ধমান জেলা যুব কংগ্রেসের সভাপতি গৌরব সমাদ্দার সহ অন্যান্যরা। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানকারী মেমারি ২নম্বর ব্লকের বিজুর গ্রাম পঞ্চায়েত প্রধান ঝর্ণা রায় জানান, তৃণমূলে থেকে তিনি যোগ্য সন্মান পাননি। যার জন্য তিনি তৃণমূল ছাড়তে বাধ্য হন। কংগ্রেসের রাজ্য সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য জানিয়েছেন যে, ঝর্ণা রায়কে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী গর্ব করতেন এবং দুর্গাপুরের সভায় তিনি ঝর্ণা রায়কে সবার সামনে উদাহরণ হিসেবে তুলে ধরেছিলেন যে, উনি পরিচারিকার কাজ করেও নিজের দায়িত্ব সামলাতেন। সেই ঝর্ণা রায় তৃণমূলে থেকে যোগ্য সন্মান পেতেন না। যার জন্য তিনি কংগ্রেসে যোগদান করেন। তবে কংগ্রেসে তাঁর যোগদান ও সঙ্গে অন্যান্যদের যোগদানের ফলে কংগ্রেস দল অনেকটাই মজবুত হয়েছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস অনেকটাই এগিয়ে গেল বলে তাঁর দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + nine =