কলকাতা: ইনসাফ যাত্রা ও ব্রিগেড সমাবেশের জন্য তহবিল গড়তে সিপিএমের যুব সংগঠন এবার ভরসা করতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারে। তবে, তৃণমূল সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার-এর সঙ্গে এর যোগ নেই। আম জনতার বাড়িতে মাটির তৈরি এই টাকা জমানোর পাত্রগুলি রাখা হবে। সেখান থেকে অর্থ সংগ্রহ হলে এক মাস পরে যুব কর্মীরা আবার তা নিয়ে আসবে। মীনাক্ষী জানান, এই কর্মসূচির জন্য সংগঠনের চার হাজারের বেশি ইউনিট কমিটি কৌটো নিয়ে অর্থ সংগ্রহে নেমেছে। বাড়ি বাড়ি কৌটো দেওয়া হচ্ছে। নাম , ঠিকানা,ফোন নম্বর নেওয়া হচ্ছে। এছাড়া, যুব সংগঠনের কর্মীরা তাঁদের এক মাসের রোজগারের ১ শতাংশ অর্থ এই কর্মসূচির জন্য দেবেন। ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা ও তার শেষে ব্রিগেড সমাবেশে চাকরি প্রার্থীদেরও শামিল করা হবে বলে যুব সংগঠনের তরফে জানানো হয়েছে। ৭ জানুয়ারি এই ব্রিগেড সমাবেশ হবে। তার আগে ৩ নভেম্বর থেকে রাজ্যজুড়ে হবে ‘ইনসাফ’ পদযাত্রা। ৩ নভেম্বর কোচবিহার শহর থেকে পদযাত্রা শুরু হবে। পদযাত্রা কলকাতায় এলে শেষে হবে ব্রিগেড সমাবেশ।