ব্যারাকপুর: একাধিক দাবি-দাওয়া আদায়ে ব্যারাকপুর আদালত ভবনে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ডাক দিলেন আইনজীবী ও ল’ ক্লার্করা। সোমবার থেকেই তাঁরা কর্মবিরতি শুরু করলেন। আন্দোলনের কারণ প্রসঙ্গে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, ‘দীর্ঘদিন ধরে পকসো কোর্টে নতুন বিচারক নিয়োগের দাবি করা হচ্ছে। তাছাড়া আলাদাভাবে এনডিপিএস কোর্ট করার কথা বলা হচ্ছে। সিনিয়র ডিভিশন সিভিল জাজ কোর্টকে বারাসাত থেকে ব্যারাকপুরে স্থানান্তরের বারবার দাবি করা হয়েছে। কিন্তু জেলা বিচারক এবং কলকাতা হাই কোর্ট তাতে কর্ণপাত করছে না। তাই তারা বাধ্য হয়ে আন্দোলনে সামিল হয়েছেন। আইনজীবী ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সিসিটিভি মোতায়েনের দাবিও মানা হয়নি বলে অভিযোগ আন্দোলনরত আইনজীবীদের। আন্দোলনকারীদের অভিযোগ, আদালতে নেই পানীয় জলের বন্দোবস্ত। নেই শৌচাগার। আদালতে আগত মানুষজনের জন্য বসবার জায়গা পর্যন্ত নেই। দাবি-দাওয়া পূরণ না হলে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি আন্দোলনকারীদের।