শোকের আবহেই জাপানে বিপুল ভোটে জয়ী প্রয়াত শিনজো আবের দল এলডিপি

জাপানে (Japan Election) শোকের আবহেই ভোট হয়েছিল রবিবার। প্রত্যাশা মতোই সংসদের উচ্চকক্ষে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেয়েছে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি। নির্বাচনের আগে সমীক্ষায় দেখা গিয়েছিল, ফের জয় পেতে চলেছেন বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সব মিলিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছে এলডিপি ও তাদের শরিক দল কোমেইতো। ১২৫ টি আসনের মধ্যে এলডিপি ও তাদের শরিক দল কোমেইতো পেয়েছে ৭৬ টি আসন।

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকে ‘গণতন্ত্রের উপর আঘাত’ বলে অভিহিত করেছে জাপানের সকল রাজনৈতিক দল। সেই কারণেই দেশবাসীকে ভোট দিতে অনুরোধ করেছিলেন দেশের নেতারা। তাঁদের ডাকে সাড়া দিয়ে সাধারণ নাগরিকরা নির্বাচনে অংশ নেন। সোমবার ভোটের ফল প্রকাশের পরে দেখা যায়, সংসদের উচ্চকক্ষে আসন সংখ্যা বেড়েছে এলডিপির। ৫৫ থেকে বেড়ে মোট ৬৩টি আসন পেয়েছে প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের দল।

জাপানের প্যাসিফিস্ট সংবিধান সংশোধন করতে অনেক চেষ্টা করছিলেন শিনজো আবে। তাঁর সেই অসমাপ্ত কাজ শেষ করতে চান কিশিদা। সংসদের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে সেই ক্ষেত্রেও তিনি সুবিধা পাবেন বলে মত বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − thirteen =