লন্ডনে আচমকা মৃত্যু হয় ব্যবসায়ী সঞ্জয় কাপুরের (Sanjay kapoor)। সঞ্জয় কাপুর বলি অভিনেত্রী করিশ্মা কাপুরের (Karishma Kapoor) প্রাক্তন স্বামী। তাঁর মৃত্যুর সম্পত্তি ভাগ নিয়ে বেশ জল্পনা ছড়িয়েছিল। কোন স্ত্রী ও তাঁর ছেলে মেয়েরা কত টাকার সম্পত্তি পাবেন নিয়ে বেশ গুঞ্জনও ছিল। শোনা গিয়েছে, সঞ্জয় কাপুরের প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে।
কিন্তু এরই মাঝে সঞ্জয়ের মা দাবি করলেন, সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব জোর করে সম্পত্তির ভাগ নিয়ে তা বেচে দিচেছন। এই নিয়ে শুনানি চলছে দিল্লি হাইকোর্টে।
সঞ্জয়ের মা রানি কাপুর জানিয়েছেন, ৩০ হাজার কোটি সম্পত্তির মধ্যে তাঁর জন্য কোনও ভাগ নেই, সঞ্জয়ের স্ত্রী প্রিয়া সবকিছু থেকে বাদ দিয়ে সম্পত্তি বেচে দিচেছন। রানি কাপুর বলেন, আজ আমার কিছু নেই, আমি অনেক মেইল করেছি দলিল সম্পর্কে, কোথায় সেই দলিল? দলিলে কী লেখা কিছু জানি না। সম্পত্তির মধ্যে অন্তত ১০হাজার কোটি টাকার সম্পত্তি আমার হওয়া উচিত। আমি ৮০ বছরের বৃদ্ধা, আমার ছেলে আমায় বিনা ছাদে রেখে চলে গেল।
জানা গিয়েছে, কারিশ্মা কাপুর প্রিয়ার বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করেছেন, তাদের দাবি, যে দলিল দেখানো হয়েছে তা ভুয়ো। তবে, হাইকোর্টের তরফে প্রিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে সঞ্জয়ের সম্পত্তির সব তথ্য যেন আদালতে দেখানো হয়। যদিও, প্রিয়া জানিয়েছেন, কারিশ্মার দুই সন্তানের জন্য ইতিমধ্যে দলিলে সম্পত্তি লেখা রয়েছে।
উল্লেখ্য, চলতি বছরে জুন মাসে লন্ডনের মৌমাছি গিলে ফেলায় হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ব্যবসায়ী সঞ্জয় কাপুরের।

