প্রয়াত মুলায়ম সিং যাদব, শোকপ্রকাশ মোদি-যোগীর, উত্তরপ্রদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

প্রায় ২০ দিনের লড়াই শেষ। সোমবার সকাল ৮টা ১৬ মিনিটে গুরুগ্রামের বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দেশীয় রাজনীতিতে ‘নেতাজি’ নামে পরিচিত তিনি। সোমবার সকালেই এই দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহলে। মুলায়ম-পুত্র অখিলেশ যাদব দলের তরফে টুইটবার্তায় এই খবর জানিয়েছেন।

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার। যোগী নিজে বিবৃতি দিয়ে মুলায়মের ভূমিকার কথা উল্লেখ করেছেন। শোক ও শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। জানিয়েছেন, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুলায়মের শেষকৃত্য সম্পন্ন করা হবে। প্রধানমন্ত্রী মোদি (PM Modi) টুইট করে সমাজবাদী পার্টির সুপ্রিমোর দীর্ঘদিনের সম্পর্কের কথা প্রকাশ করেন। একসময় দু’জনেই ছিলেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই সময় থেকে তাঁদের আলাপ এবং বন্ধুত্ব। তাঁর মতামত কতখানি গ্রহণযোগ্য ছিল, সে বিষয়ে বিশদে জানান মোদি। আজ তাঁর সেই ‘বন্ধু’র প্রয়াণ সংবাদ পেয়ে তাঁর হৃদয় শোকস্তব্ধ। টুইটে এমনটাই লিখেছেন মোদি। মুলায়মের চলে যাওয়া দেশের এক বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন।

শুধু তিনিই নন, মোদি সরকারের অন্যান্য মন্ত্রীরাও শোকপ্রকাশ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার মুলায়মের গ্রামের বাড়িতে যাবেন, শেষকৃত্যে যোগ দেবেন বলে জানা গিয়েছে। সমাজবাদী পার্টির প্রয়াত সুপ্রিমোকে টুইটে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।  তৃণমূলের তরফে সৌগত রায়, সুখেন্দুশেখর রায়রা শোকপ্রকাশ করেছেন। মুলায়মের মতো বড় নেতার চলে যাওয়া রাজনৈতিক মহলের বড় ক্ষতি বলে মনে করছেন তাঁরা।

সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম বিগত দু’বছর থেকেই অসুস্থ। ২ অক্টোবর, রবিবার অসুস্থতা বাড়ায় তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয়েছিস। পরে অবস্থার আরও অবনতি হলে তাঁকে আইসিইউতেও রাখা হয়। প্রাথমিক ভাবে এর পর মুলায়মের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও এই রবিবার আচমকাই অবস্থার অবনতি হয় তাঁর। হাসপাতাল সূত্রে খবর, রাতে অক্সিজেনের স্তর অনেকটাই নেমে গিয়েছিল সমাজবাদী পার্টির সুপ্রিমোর। অক্সিজেনের স্তর বাড়িয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় মুলায়মের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল করা গেলেও শেষরক্ষা করা যায়নি। সোমবার সকালে মুলায়ম-পুত্র এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বাবার মৃত্যুর খবর জানান সংবাদ মাধ্যমকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − six =