বুধবার দিনের প্রথমার্ধে ভক্তকূলরা রবীন্দ্রসদনে এসে শেষ শ্রদ্ধা জানালেন রশিদ খানকে। সেখানেই শায়িত ছিল প্রয়াত শিল্পীর দেহ। সেখানেই ভক্তরা এসে শেষ শ্রদ্ধা জানান উস্তাদকে। আসেন বহু গুণীজনও। সূচি অনুযায়ী বেলা একটায় প্রয়াত শিল্পীকে জানানো হয় গান স্যালুট।
এদিন সকালে তাঁর বাড়ি থেকে রবীন্দ্র সদনে নিয়ে আসা হয় শিল্পীর মরদেহ। তাঁর পরিবারের সদস্যরা ছাড়াও ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, ঊষা উত্থুপ, মুনমুন সেন, মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, জিতেন্দ্র তিওয়ারি-সহ পরিচিত অনেকেই শ্রদ্ধা জানান। ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব প্রমুখ। এখানেই তাঁকে দেওয়া হয় গান স্যালুট।
মঙ্গলবার দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় উস্তাদ রশিদ খানের। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে ২২ নভেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে ক্যানসারের চিকিৎসা চলছিল তাঁর। তার মধ্যেই আসে এই দুঃসংবাদ।