নিজস্ব প্রতিবেদন, দুর্গাপুর: শনিবারই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে বৃহস্পতিবার প্রার্থীরা শেষবেলার প্রচারে ব্যস্ত। খনি অঞ্চলের তৃণমূল নেতারা শে¡বেলায়ও ব্যস্ত হেভিওয়েট তৃণমূলিদের এনে ভোটের বাজারে চমক দিতে। গৌরবাজারের ভোটারদের দেওয়া কথা রাখতে গৌরবাজার আর কৃষ্ণপুরে অদিতি মুন্সিকে দিয়ে রোড শো করানো হয় আজ। পঞ্চায়েত নির্বাচনের শেষ দিন কীর্তন গানের শোভাযাত্রার মাধ্যমে অভিনব জমজমাটি প্রচারে পাণ্ডবেশ্বরের গৌরবাজারে রোড শো করলেন বিখ্যাত গায়িকা অদিতি মুন্সি। এছাড়াও প্রচারে ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ সকল মনোনীত প্রার্থী। এই অভিনব কীর্তন শোভাযাত্রাটি গৌরবাজার অঞ্চলের বিভিন্ন গ্রাম শ্রীকৃষ্ণপুর, গৌরবাজার পরিক্রমা করে। গায়িকাকে দেখতে গ্রামে গ্রামে ভিড় ছিল চোখে পড়ার মতো। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রায় কুড়িটি কীর্তন সম্প্রদায় অংশগ্রহণ করেছিল।
এই প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘গৌরবাজার হচ্ছে দেবভূমি গ্রাম, এই গ্রামের মানুষকে কথা দিয়েছিলাম অদিতি মুন্সির মতো বিখ্যাত কীর্তনীয়াকে এই গ্রামে নিয়ে এসে কীর্তন গান পরিবেশন করার। এদিন এই দেবভূমিতে অদিতি মুন্সির কীর্তন গানে সাধারণ মানুষ যথেষ্ট আপ্লুত।’ এদিকে পাণ্ডবেশ্বরের জেলা পরিষদ প্রার্থী অনুভা চক্রবর্তী প্রচার সারেন। তবে এদিন তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী কন্যা সুমেধা চক্রবর্তী। তিনি ভোটারদের মাঝে গিয়ে বোঝান কী ভাবে ভোট দিতে হবে।