জম্মু ও কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ গেল জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার (Laskar-E-Taiba)কমান্ডার মহম্মদ ইউসুফ দার ওরফে কান্ত্রু। বৃহস্পতিবার সকালে বারামুলায় নির্দিষ্ট খবরের ভিত্তিতে সেনা এবং পুলিশের যৌথ বাহিনীর অভিযান চালায়।
জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার জানিয়েছেন, ‘বদগাম জেলার সীমানাবর্তী পাহাড় ঘেরা এলাকায় ওই গ্রামে প্রায় এক ঘণ্টা গুলির লড়াই চলে। ইউসুফের সঙ্গেই গুলিতে প্রাণ গিয়েছে আরও এক লস্কর জঙ্গি। নিরাপত্তাবাহিনীর ঘেরাটোপে আরও তিন জন জঙ্গি আটকে পড়েছে। ইউসুফের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সাধারণ মানুষকে খুনের অন্তত ১৪টি মামলা রয়েছে।’
গত মাসেই মহম্মদ সামির মোল্লা নামে নিরাপত্তা বাহিনীর এক জওয়ান এবং তাগামুল মহিদিন নামে বদগামের এক গ্রামবাসীকেও ইউসুফ খুন করেন বলে অভিযোগ। এ ছাড়া গত বছর কাশ্মীর উপত্যকায় কয়েক জন পরিযায়ী শ্রমিককে খুনের ঘটনাতেও উঠে এসেছিল ওই লস্কর কমান্ডারের নাম।