ঝাড়গ্রামে মিলল পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়র ফার্ম হাউসের হদিশ, গেটে ঝুলল তালা

ঝাড়গ্রামের বাঁধগোড়া এলাকায় ৪৫ একর জায়গার উপর প্রাক্তন শিক্ষা ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আত্মীয়ের একটি বিশাল ফার্ম হাউসের সন্ধান পাওয়া গেল। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয় মানসী গুচ্ছাইত এবং তার স্বামী অতনু গুচ্ছাইত এই ফার্মহাউস তৈরি করেছেন। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন এখানে তার ঘনিষ্ঠ নেতাদের যাতায়াত ছিল। নেতাদের পাশাপাশি প্রশাসনের তৎকালীন একাধিক উচ্চপদস্থ আধিকারিকও আসা যাওয়া করতেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। গ্রামবাসীদের বক্তব্য, ফার্মের ভেতর ওই সকল যাতায়াতকারীদের খাওয়া-দাওয়া এবং পার্টি চলতে। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষা মন্ত্রী থাকাকালীন মানসী এবং তার স্বামী অতনু মন্ত্রীর হয়ে একাধিক ব্যাক্তির কাছে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে। পূর্ব মেদিনীপুরে সে সংক্রান্ত একাধিক অভিযোগও জমা পড়েছে। পুলিশ তদন্তে গেলে মানসী ও অতনু পালিয়ে যায়। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পর এই ফার্ম হাউসে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের টাকাতে তার ঝাড়গ্রামের ঘনিষ্ঠ কিছু নেতা প্রচুর সোনার কয়েন কিনেছে বলেও অভিযোগ উঠেছে। তদন্তকারী সংস্থার কাছে তার নথিও পৌঁছেছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, সমস্তটাই তদন্তকারী সংস্থার আতস কাচের তলায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =