ঘুটিয়ারিশরীফ : গোপন সূত্রে খবর পেয়ে জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারিশরীফ ফাঁড়ির পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে প্রায় ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করল। শুক্রবার ঘুটিয়ারিশরীফের দক্ষিণ মাখালতলা এলাকায় গোলবানু বিবি নামে এক মহিলার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় ৭৮৮ গ্রাম হেরোইন।
এছাড়াও বেশ কিছু সোনা ও রুপার গহনা, ব্যাঙ্কের পাসবই সহ নানা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি দীর্ঘদিন ধরেই এই গোলবানু এলাকায় হেরোইনের ব্যবসা চালাচ্ছিল। সংসার, গৃহকর্মের পিছনেই হেরোইনের কারবার চালাত সে।
ঘটনার খবর পেয়ে ঘুটিয়ারিশরীফ ফাঁড়ির ওসি সুকুমার রুইদাস অন্যান্য পুলিশকর্মীদের সঙ্গে নিয়ে তল্লাশি অভিযানে যান। সেখানে গিয়ে গোলবানুর ঘরে তল্লাশি করতেই আসে সাফল্য। তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। পুলিশের দাবি দীর্ঘদিন ধরেই এই এলাকায় এই বেআইনি মাদক কারবার চালাচ্ছিল সে।
ধৃতকে শনিবার আলিপুর আদালতে তোলা হবে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে ঘুটিয়ারিশরীফ ফাঁড়ির পুলিশ।