কলকাতা: ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ও র্যাগিংয়ের অভিযোগ নিয়ে সংবাদ শিরোণামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের হস্টেলে হল চুরি। সূত্রের খবর, চুরি গিয়েছে একাধিক পড়ুয়ার ল্যাপটপ, মোবাইল। হস্টেলের মধ্যে এভাবে চুরি কী করে হয়, প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়েও।
সূত্রের খবর, রবিবার ভোরে আনুমানিক ৫ টা ৩০ মিনিট নাগাদ চুরির ঘটনা ঘটে। দুটো ল্যাপটপ ও ৪টি মোবাইল ফোন চুরি হয়েছে বলে খবর। জানা গিয়েছে, শারীর শিক্ষা বিভাগের ছাত্রাবাসে ছিল না কোনও নিরাপত্তারক্ষী। তবে রবিবার চুরির ঘটনার পর কর্তৃপক্ষর তরফে একজন নিরাপত্তারক্ষীকে মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই এই চুরির ঘটনায় যাদবপুর থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। পড়ুয়াদের বক্তব্য এই প্রথমে হস্টেলে এমন চুরির ঘটনা ঘটেছে।
কর্তব্যরত নিরাপত্তারক্ষী বলেন, ‘আমি শুনেছি এখানে ল্যাপটপ, মোবাইল চুরি গিয়েছে। পড়ুয়ারা বলছে আজ ভোরের দিকে এই চুরি হয়েছে। এতদিন নিরপত্তারক্ষী থাকত না এখানে। আজকে চুরির পর থেকে আমায় এখানে রাখা হচ্ছে।’ হস্টেলের এক পড়ুয়া জানান, রবিবারা সকালবেলা সিনিয়র দাদা বলেন যে ফোন, ল্যাপটপ পাওয়া যাচ্ছে না। সকলকে নীচে ডাকা হল। এরপর আরও অনেকেই জানাল তাদের ফোন ল্যাপটপ পাওয়া যাচ্ছে না। এবার এখানে গরিব পরিবার থেকে আসেন। তাঁদের কাছে ফোন-ল্যাপটপ চুরি যাওয়া মানে অনেক কিছুই হারানো। যা¥দের চুরি হয়েছে তারা সকলেই থানায় গিয়েছেন। তবে হস্টেলে আগে থেকে কোনও সিসিটিভি বা নিরাপত্তারক্ষী ছিল না।
প্রসঙ্গ নদিয়ার বগুলা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া স্বপ্নদীপের মৃত্যু নিয়ে রীতিমতো চাপে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিন জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এর মধ্যে চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই বিড়ম্বনা বেড়েছে।