কলকাতা: পরিবহণকর্মীদের সামাজিক সুরক্ষা, বেতন বৃদ্ধির দাবিতে লালবাজার অভিযান করল বাম শ্রমিক সংগঠন। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় সিটুর মিছিল। যদিও গণেশচন্দ্র অ্যাভিনিউতেই মিছিল আটকে দেয় পুলিশ। শুরু হয় উত্তেজনা।
শুক্রবার, পরিবহণকর্মীদের সামাজিক সুরক্ষা, বেতন বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে দাবিতে লালবাজার অভিযানে নামে বাম শ্রমিক সংগঠন। বকেয়া ডিএ-মেটানোর দাবি তোলা হয় মিছিলে। সরকারি কর্মীদের বেসরকারিকরণ বন্ধ-সহ বিভিন্ন ইস্যুতে সরব হন তাঁরা।
এদিন বিশাল মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। ব্যারিকেড দেওয়া হয় রাস্তায়। গণেশচন্দ্র অ্যাভিনিউতে ব্যারিকেড টপকে সিটু কর্মীরা যাওয়ার চেষ্টা করেন। পুলিশের সামনেই স্লোগান ওঠে। এখান থেকে একটা ক্রসিং পার হলেই পরিবহণ দপ্তর। তবে তার আগেই থামিয়ে দেওয়া হয় সিটুর অভিযান।
সিটু নেতৃত্বের অভিযোগ, পুলিশি হেনস্তা, সরকারি পরিবহণ কমিয়ে দেওয়া হচ্ছে। ভাড়া ভাড়ানো হচ্ছে না। তার জেরে দীর্ঘদিন ধরে সমস্যায় পরিবহণ কর্মীরা। নেতৃত্বের দাবি, পরিবহণ মন্ত্রীর তরফে সদর্থক আশ্বাস না মেলা পর্যন্ত এই আন্দোলন চলবে।