লালন শেখের রহস্যমৃত্যুতে এবার সিআইডি তদন্তের দাবি জানাল তাঁর পরিবার।পাশাপাশি লালন শেখের স্ত্রী এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপও দাবি করেন। মৃত লালনের পবিরারের সদস্যদের অভিযোগের আঙুল সিবিআই-এর দিকেই। লালনের পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাঁকে। একইসঙ্গে লালনের পরিবারের তরফে অভিযোগ, লালনের জিভ কাটা ছিল, পায়ে রক্ত জমাট বাধা ছিল। লালনের স্ত্রী জানান, পায়ে এত জোরে মারা হয়েছে যে তাতে রক্ত জমাট বেঁধে যায়। আর এই সব ঘটনার প্রেক্ষিতেই সিআইডি তদন্ত চাইছেন তিনি। পাশাপাশি তাঁরা এও জানান, অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে লালনের দেহও তাঁরা নেবেন না। সঙ্গে এও হুঁশিয়ারি দিয়েছেন, দোষীদের গ্রেপ্তার না করা হলে বুধবারও সকাল থেকে সিবিআই-এর ক্যাম্পের সামনে তাঁরা বিক্ষোভ দেখাবেন।এদিকে সূত্রে খবর, ইতিমধ্যেই সিবিআই-এর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে লালনের পরিবারের তরফ থেকে। এদিকে লালনের দেহ আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রে খবর, লালনের মৃত্যুতে গোটা গ্রাম এখন ফুঁসছে।টায়ার জ্বালিয়ে, রাস্তা অবরোধ করে চলছে বিক্ষোভ।পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয় অতিরিক্ত জওয়ান।