ভারতীয় ব্যাডমিন্টনের পোস্টার বয় হওয়ার অপেক্ষায় লক্ষ্য সেন

২০২২ টমাস কাপ। তার আগে কেই-ই বা শুনেছেন তাঁর নাম। ওই টমাস কাপই বদলে দেয় সমস্ত ভবিষ্যত্‍। ব্যাডমিন্টন জগতে উত্থানের পথে আগুয়ান লক্ষ্য সেন। এশিয়ান গেমসে দলগত বিভাগে রুপো জিতলেও, কমনওয়েলথ গেমসে ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন লক্ষ্য। একের পর এক স্ম্যাশে ঝাঁঝরা করে দেন প্রতিপক্ষকে। এ বারের অলিম্পিকে ব্যাডমিন্টনে একে একে বিদায় নিয়েছেন পিভি সিন্ধু, এইচ এস প্রণয়, চিরাগ-সাত্বিক জুটি। এঁদের প্রত্যেকের কাছেই গগনচুম্বী প্রত্যাশা ছিল। বিশেষ করে জোড়া অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধুর উপর প্রত্যাশা ছিল আরও বেশি। এ বার পদকের ধারেও ঘেঁষতে পারেননি কেউ। শিবরাত্রির সলতে লক্ষ্য সেন। দুর্বার গতিতে এগিয়ে চলেছেন। প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =