২০২২ টমাস কাপ। তার আগে কেই-ই বা শুনেছেন তাঁর নাম। ওই টমাস কাপই বদলে দেয় সমস্ত ভবিষ্যত্। ব্যাডমিন্টন জগতে উত্থানের পথে আগুয়ান লক্ষ্য সেন। এশিয়ান গেমসে দলগত বিভাগে রুপো জিতলেও, কমনওয়েলথ গেমসে ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন লক্ষ্য। একের পর এক স্ম্যাশে ঝাঁঝরা করে দেন প্রতিপক্ষকে। এ বারের অলিম্পিকে ব্যাডমিন্টনে একে একে বিদায় নিয়েছেন পিভি সিন্ধু, এইচ এস প্রণয়, চিরাগ-সাত্বিক জুটি। এঁদের প্রত্যেকের কাছেই গগনচুম্বী প্রত্যাশা ছিল। বিশেষ করে জোড়া অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধুর উপর প্রত্যাশা ছিল আরও বেশি। এ বার পদকের ধারেও ঘেঁষতে পারেননি কেউ। শিবরাত্রির সলতে লক্ষ্য সেন। দুর্বার গতিতে এগিয়ে চলেছেন। প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন লক্ষ্য।
গোপীচাঁদ, কাশ্যপ, প্রণয়রা কোয়ার্টার ফাইনালের বেশি এগোতে পারেননি। সেই মিথই ভেঙে দিয়েছেন লক্ষ্য। উত্তরাখণ্ডের ২২ বছরের শাটলার যেন ভারতীয় ব্যাডমিন্টনের পোস্টার বয়। রবিবারের ম্যাচে লক্ষ্যর প্রতিপক্ষ টোকিও অলিম্পিকের সোনাজয়ী শাটলার ভিক্টর অ্যাক্সেলসেন। ৩০ বছরের ড্যানিশ শাটলার প্যারিস অলিম্পিকের দ্বিতীয় বাছাই। নামের পাশে একগুচ্ছ সোনা, রুপো। কঠিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নামার আগে নিজের লক্ষ্যে অবিচল লক্ষ্য। শরীরী ভাষা, আত্মবিশ্বাসই বদলে দিয়েছে ভারতীয় শাটলারের মানসিকতা। কোয়ার্টার ফাইনালে চিনা তাইপেই প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম গেমে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নেন। দ্বিতীয় গেমেও পিছিয়ে পড়ে কামব্যাক করেন। নায়কোচিত পারফরম্যান্স। পদকের স্বপ্ন দেখাচ্ছেন লক্ষ্য সেন।
ভারতের প্রাক্তন শাটলাররাও লক্ষ্যকে ঘিরে আশাবাদী। ঝকঝকে, ফিটনেসের চূড়ায় থাকা লক্ষ্য সেমিফাইনালে আরও ধারালো হয়ে উঠতে চান। পদক জিততে নিজেকে ছাপিয়ে যেতে চান ২২ বছরের শাটলার। ভারতীয় ব্যাডমিন্টন ইতিহাসে স্বর্ণাক্ষরে নিজের নাম খোদাই করে রাখতে চান লক্ষ্য সেন। ভারতীয় ক্রীড়া প্রেমীরাও লক্ষ্য-পূরণের অপেক্ষায় প্রহর গুনছেন।