নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: লক্ষীর ভান্ডার আঁকা শাড়ি পরে ভোটকেন্দ্রে আসায় তৃণমূল কংগ্রেসের এক মহিলা কর্মীকে অন্য শাড়ি পরে আসতে বলেন কর্তব্যরত পুলিশকর্মীরা। যাকে ঘিরে শুরু হয় তর্কাতর্কি। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত চাঁদপুর জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ নম্বর বুথের ঘটনা।
সেখানে লক্ষীর ভান্ডার আঁকা শাড়ি পরে আসেন মহিলা তৃণমূল কংগ্রেসের এক কর্মী। তাঁকে সেই শাড়ি খুলে অন্য কোনও শাড়ি পরে আসতে বলায় পূর্বস্থলী ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিকের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় কর্তব্যরত পুলিশ কর্মীদের। দিলীপবাবু বলেন, ‘এখানে কোনও পার্টির সিম্বল নেই, এটি একটি সরকারি প্রকল্প। এটাতে কীসের আপত্তি? কেনই বা উনি অন্য শাড়ি পরে আসার কথা বলবেন।’
যদিও এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতার অভিযোগ, ভোট দিয়ে উনি বেরিয়ে এলে কোনও সমস্যা নেই, কিন্তু ওই শাড়ি পরে বারবারই তিনি ভোটকেন্দ্রের সামনে ঘোরাঘুরি করছেন। এতে ভোটাররা প্রভাবিত হতে পারে তাই তাঁরা অভিযোগ জানিয়েছেন।