কলকাতা: ইডির তলবে বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ সিজিও কমেপ্লেক্সে হাজির হলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষ। সপ্তাহেই তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।
নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন একসময়ে হুগলির বলাগড়ের তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। সম্প্রতি তাঁর পদও গিয়েছে। কুন্তলের আয়-ব্যয় সংক্রান্ত নথির সূত্র ধরে তাঁর স্ত্রীর নামও আসে। ইডি সূত্রে খবর, কুন্তলের বিনোদনমূলক ইউটিউব চ্যানেল ‘নবকথা ইনিশিয়েটিভে’র সঙ্গে জয়শ্রীর যোগসূত্র খুঁজে পাওয়া গিয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য জয়শ্রীকে ডেকে পাঠানো হয়। এছাড়া কুন্তলের জীবনযাপন, বিনিয়োগ সংক্রান্ত তথ্যও তাঁর কাছ থেকে জানার চেষ্টা হবে বলে সূত্রের খবর।
বুধবার ইডি দপ্তরে ঢোকার সময় সংবাদ মাধ্যমের তরফে একাধিক প্রশ্ন করা হলেও মুখ খোলেননি জয়শ্রী। জানা গিয়েছে, তদন্তকারীরা মূলত জয়শ্রী দেবীর আয় ও তাঁর সম্পত্তির উৎস সম্পর্কে জানতে চাইবেন। প্রসঙ্গত, এর আগে কুন্তলের ফ্ল্যাটে তল্লাশির দিনেও তাঁর স্ত্রীকে ইডির প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল।
নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ। সম্প্রতি ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছেন যে, কুন্তলই মাস্টার মাইন্ড। এখনও নাকি টাকা পাচারের ছক কষছেন কুন্তল।