নয়াদিল্লি : ইডির পর এবার সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন নিয়োগ মামলায় ধৃত কুন্তল ঘোষ । শুক্রবার তাকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ।
তবে জামিন পেলেও কুন্তলকে মানতে হবে কিছু শর্ত। তার পাসপোর্ট জমা রাখতে হবে। নিম্ন আদালত ও তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না তিনি। তদন্ত প্রক্রিয়াকে কোনওভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন, এমন প্রমাণ পেলেই জামিন খারিজ হয়ে যাবে। এজেন্সি ও আদালতে মোবাইল নম্বর জমা রাখতে হবে। যে কোনও সময় তদন্তকারী আধিকারিকরা তাঁকে তলব করতে পারেন। এই মামলা সংক্রান্ত কোনও বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খোলা যাবে না। এমনকি তিনি কোনও সরকারি পদেও থাকতে পারবেন না।
প্রসঙ্গত, নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেনের মামলায় ২০২৩ সালের জানুয়ারিতে কুন্তলকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
চাকরিপ্রার্থীদের থেকে চাকরির প্রতিশ্রুতির বিনিময়ে টাকা তোলার অভিযোগের পাশাপাশি, হিসাব-বহির্ভূত বিপুল আর্থিক লেনদেনের অভিযোগ ছিল কুন্তলের বিরুদ্ধে। এরপর নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় কুন্তলকে গ্রেফতার করে সিবিআই। প্রায় ২৩ মাস ধরে জেলে রয়েছেন তিনি।