ডায়মণ্ড হারবার: শনিবার ডায়মণ্ড হারবারের হটুগঞ্জে ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় শনিবার রাতভর চলে পুলিশি অভিযান। এদিকে শনিবার যে ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটে, তার সিসিটিভি ফুটেজও এসে পৌঁছায় পুলিশের হাতে। সেই সূত্র ধরেই পুলিশ চিহ্নিত করে দুষ্কৃতীদের। রবিবার সকাল পর্যন্ত এই ঘটনায় ২৮ জনকে গ্রেপ্তার করে কুলপি থানার পুলিশ। রবিবারেও এলাকার পরিস্থিতি যে স্বাভাবিক তা বলা চলে না। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
প্রসঙ্গত, শনিবার ডায়মণ্ড হারবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভা ছিল। তার আগে ওই জনসভায় বিজেপি কর্মীদের যাতায়াতে তৃণমূল বাধা দেয় বলে অভিযোগ ওঠে। বিজেপি কর্মীদের বাধা দিতে হটুগঞ্জ বাজারের কাছে তৃণমূল কর্মীরা পথ অবরোধ করে বলেও অভিযোগ তোলা হয় স্যাফ্রন ব্রিগেডের তরফ থেকে। তারই প্রত্যুত্তরে পাল্টা বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরাও। অভিয়োগ, সেই সময় স্থানীয়দের বাড়ি, দোকানে ভাঙচুর চালানো হয়।আগুনও লাগিয়ে দেওয়া হয়। তৃণমূল ও বিজেপি দুই দলই একাধিক বাড়িতে ভাঙচুর চালানোর ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে। এরপরই এই ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে কুলপি থানার পুলিশ রাতভর তল্লাশি চালায়।
কুলপি থানার পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বিজেপি অভিযোগ তুলেছে, বেছে বেছে তাঁদের কর্মীদের পুলিশ ধরপাকড় করছে। এদিকে, ডায়মণ্ড হারবারের ওই ঘটনায় রাজ্যের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে প্রতিবাদ জানাতে দেখা যায় বিজেপি কর্মীদের।