স্বৈরাচারী সরকারের পতন না হওয়া পর্যন্ত মাথায় চুল রাখবো না, হুঙ্কার কৌস্তভের

‘যতদিন না পর্যন্ত এই স্বৈরাচারী সরকারের পতন হবে, ততদিন মাথায় একটা চুলও রাখবেন না।’ শনিবার ব্যাঙ্কশাল থেকে জামিনে মুক্ত হয়ে এমনই মন্তব্য করেন কংগ্রেস নেতা তথা কলকাতা হাই কোর্টের আইনজীবী কৌস্তভ বাগচী।শুধু কথাতেই শেষ নয়, বাস্তবিকই জামিন পাওয়ার পরই আদালত থেকে বের হওয়ার পরই মস্তক মুণ্ডন করে ফেলেন কংগ্রেস নেতা। এদিকে ব্যাঙ্কশাল আদালত সূত্রে খবর, শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ ব্যাঙ্কশাল আদালতে কৌস্তভ বাগচীর জামিন মঞ্জুর করেন বিচারক। এরপর যাবতীয় প্রক্রিয়া শেষ করে বাইরে বেরিয়ে আসেন কংগ্রেস নেতা। তাঁর জন্য বাইরে অপেক্ষায় ছিলেন কর্মী সমর্থকরা। কৌস্তভকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন সকলেই। মালা পরিয়ে তাঁকে বরণ করে নেন সবাই।

এরপরই আদালত চত্বরের বাইরেই মাথার সব চুল কামিয়ে ফেলেন কংগ্রেস নেতা কৌস্তভ। একইসঙ্গে শাসকদলের প্রতি আইনজীবী কৌস্তভ বাগচীর হুংকার, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম কেড়ে নেব। যতদিন না এই স্বৈরাচারী সরকার গদিচ্যুত হচ্ছে, ততদিন আমার মাথায় একটি চুলও গজাব না। এটাই আমার প্রতিবাদের ভাষা। এটাই আমার শপথ।’ একইসঙ্গে তাঁর বক্তব্য, টমমতা বন্দ্যোপাধ্যায় আগে অধীর চৌধুরীর কাছে ক্ষমা চাইবেন, তারপর আমিও ক্ষমা চাইব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =