নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: ভোট চাইতে এলে সৌমিত্র খাঁকে ঝাঁটা দিয়ে বিদায় করার নিদান কোতুলপুর ব্লক সভাপতির। তিনি মহিলাদের উদ্দেশে এই নিদান দেন। তৃণমূল সন্ত্রাস সৃষ্টি করছে বলে দাবি বিজেপির।
কোতুলপুর ব্লকের সিহর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনগর্জন সভার প্রস্তুতি বৈঠক চলছিল। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী বিষ্ণুপুরের বিজেপি সাংসদ তথা আগামী লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে মহিলাদের ঝাঁটা দিয়ে বিদায় করা নিদান দেন। বক্তব্য রাখতে গিয়ে ব্লক সভাপতি মঞ্চের সামনে উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বলেন, ‘যিনি প্রার্থী হয়েছেন বিরোধীদের, তিনি যখন ভোট চাইতে আসবেন প্রথমে তাঁকে প্রশ্ন করবেন আপনি তো পাঁচ বছর সাংসদ ছিলেন, পাঁচ বছরে ২৫ কোটি টাকা পেয়েছেন এর মধ্যে ২৫ হাজার টাকারও কাজ করেছেন! কোন মুখে ভোট চাইতে এসেছেন। মায়েদেরকে বলব মুখের ওপর জবাব দেবেন এবং ঝাঁটা দিয়ে ওঁদেরকে বিদায় করবেন, যখন ওঁরা ভোট চাইতে আসবেন। ওঁদের ভোট চাওয়ার কোনও অধিকার নেই।’
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েও ব্লক সভাপতি তাঁর বক্তব্যে অনড়। তিনি বলেন, ‘যেটুকু বলেছি কম বলেছি।’ ঘটনার পরিপ্রেক্ষিতে কোতুলপুর বিজেপি মণ্ডল ওয়ান সভাপতি কেশবী নাগা বলেন, ‘তৃণমূলের ব্লক সভাপতি মানুষকে ঝাঁটা মারা নিদান দেবে এটা নতুন কিছু নয়। যে দলটার উনি সভাপতি, ওই দলটার না কোনও নীতি আছে, না নিষ্ঠা আছে, একটাই নীতি দুর্নীতি। সেই দুর্নীতিকে ঢাকতে গেলে এ কথাই বলতে হবে। কীভাবে মানুষকে সন্ত্রাস করানো যাবে, নিজেদের দুর্নীতি ঢাকতে মানুষের কাছে পর্দার আড়াল করার চেষ্টা করছে।’