১৩. ৪ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রি। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ৩ ডিগ্রি বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। ফলে শীতের বদলে এখন আরামদায়ক হাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলে বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হবে। এর প্রভাবে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। ঝাড়খণ্ডেও ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলিতে ও নদিয়ায়।
উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পঙে। শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। তবে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা আর নেই। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল থেকে রোদ থাকলেও, বেলা বাড়তেই আকাশ মেঘলা হয়ে যায়।