কলকাতা: ক্যালেন্ডারের পাতা বলছে বসন্ত এখনও আসেনি। কিন্তু মধ্য মাঘে শীত পাততাড়ি গোটানোয়, মালুম হচ্ছে বসন্ত এসে গেছে।
একরাতে কলকাতায় তাপমাত্রা লাফিয়ে বেড়েছে ৩ ডিগ্রি।মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে বেড়ে ২১ ডিগ্রিতে পৌঁছেছে। কলকাতার হাওয়া অফিসের তথ্য বলছে মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি।
তবে এখনই শীত বিদায়ের কথা নিশ্চিত করে বলছে না আবহাওয়া দপ্তর। তবে নতুন করে বিশেষ ঠান্ডা পড়ার যে সম্ভাবনা নেই তা নিশ্চিত। ফেব্রুয়ারির ১৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করবে। সপ্তাহান্তে পারদ সামান্য নামতে পারে। আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।
উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু জেলায় সকালে কুয়াশা, দু-এক জায়গায় ঘন কুয়াশার সতর্কতা। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে। দক্ষিণবঙ্গে আপাতত তিন দিন তাপমাত্রা একই থাকবে। সপ্তাহের শেষে তা কিছুটা কমতে পারে।মঙ্গলবার দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস।