কলকাতা : মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। মঙ্গলবার সকালে এই কম্পন অনুভূত হয়। উৎসস্থল নেপালে, সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। কম্পনের তীব্রতা ছিল বেশ বেশি। শুধু ভারত নয়, মোট ৫টি দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। কলকাতা ছাড়াও শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গেও কম্পন টের পাওয়া গিয়েছে।
নেপালের গোকর্ণেশ্বরের কাছে লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পের উৎসস্থল ছিল। সেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। বিহারের মধুবনী জেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। ভারত, নেপাল, বাংলাদেশের সঙ্গে কম্পন টের পাওয়া গিয়েছে চিন, ভুটানেও। চিনে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮। নেপালে ভূমিকম্পের প্রভাবে মঙ্গলবার দিল্লি-এনসিআর এবং বিহারের বেশ কয়েকটি এলাকা কেঁপে ওঠে মাটি।