সল্টলেকে পথ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ১

সল্টলেকে ভয়াবহ পথদুর্ঘটনা। বাসের বেপরোয়া গটির জেরে এই দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। মৃতের নাম বৃন্দাবন প্রধান।পে্শয়া রিক্সা চালক।স্থানীয় সূত্রে খবর, শনিবার বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১২টা নাগাদ সল্টলেকের জিসি কমিউনিটি হলের সামনের আইল্যান্ডে ঘোরার সময় যাদবপুর এইটবি বাস স্ট্যান্ড থেকে করুণাময়ী এস-৯ রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে গিয়ে ধাক্কা মারে। এই ঘটনায় আহত হন ৮ থেকে ১০ জন। গাছটিতে ধাক্কার প্রতিঘাতে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ১১টা থেকে পৌনে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। যাদবপুর থেকে করুণাময়ীর দিকে আসছিল বাসটি। আইল্যান্ডে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিক্সা স্ট্যান্ডে বেশ কিছু রিক্সার ওপর উঠে পড়ে। এরপরই রিক্সা স্ট্যান্ড লাগোয়া গাছটিতে ধাক্কা মারে। এদিকে এই রিক্সা স্ট্যান্ডেই যাত্রীর অপেক্ষায় ছিলেন রিক্সা চালকরা। ছিলেন পথ চলতি মানুষজনেরাও। এঁদের মধ্যে অনেকেই আহত হন। আহতদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতাল এবং কয়েকজনকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই হাসপাতালের তরফ থেকে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। পাশাপাশি হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় রিক্সা চালকদের সূত্রে জানা গিয়েছে, মৃত বৃন্দাবন প্রধান মুর্শিদাবাদের বাসিন্দা। কেষ্টপুরে ভাড়া থাকতেন তিনি। এদিনের এই ঘটনায় এক প্রত্যক্ষদর্শী জানান, ‘অত্যন্ত দ্রুত গতিতে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রিক্সা স্ট্যান্ডে বাসটা উঠে পড়ল। একজন তো পুরো রিক্সার সঙ্গে যেন গুটিয়ে গেলেন। ২ জনের অবস্থা খারাপ। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের।একদম নিস্তেজ হয়ে পড়েছিলেন।’
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীও। জানান,‘বিশাল অ্যাক্সিডেন্ট। ৮জনের মতো আহত হয়েছেন। আহতদের পরিবারের সদস্যদের আসতে দেরী হবে।তবে চিকিৎসার যাতে কোনও বিলম্ব না হয় সেটা আমরা দেখছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =