রাজভবনের সিসিটিভি ফুটেজ চাইল কলকাতা পুলিশ

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের মামলায় রাজভবনের সিসিটিভি ফুটেজ চাইল কলকাতা পুলিশ ৷ রাজভবনের ওসির কাছে এই ফুটেজ চাওয়া হয়েছে বলে লালবাজার সূত্রে খবর ৷ পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে ৷ সেই অভিযোগ খতিয়ে দেখতে প্রাথমিক অনুসন্ধান ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (সেট) । কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে আট সদস্যের ওই সেট গঠন করা হয়েছে। লালবাজার সূত্রের খবর, সেটের তরফে রাজভবনের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে । এই ঘটনায় কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, রাজভবনের যাবতীয় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পর সেগুলি পর্যালোচনার পর তদন্ত প্রক্রিয়া ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব । আর এই জন্যই ওসি রাজভবনের কাছ থেকে এই সংক্রান্ত ফুটেজ চেয়ে পাঠিয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তদন্তকারীরা ।

লালবাজার সূত্রে আরও খবর, ওসি (রাজভবন)-এর কাছে এই সংক্রান্ত বিষয় নিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে । আগামী কয়েকদিনের মধ্যে রাজভবনের বিভিন্ন কর্মীদের সঙ্গে এই ব্যাপারে কথা বলারও পরিকল্পনা রয়েছে তদন্তকারীদের । ওই কর্মীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে চাইছে যৌন হেনস্তার অভিযোগের সত্যতা কতটা ৷ এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘এখনও পর্যন্ত আমরা এই বিষয়ে কোনোরকমের তদন্ত শুরু করিনি । যেকোনও তদন্ত শুরু করতে গেলে যে সকল পরিকাঠামো ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ প্রয়োজন হয়, সেইগুলি এখন জোগাড় করার চেষ্টা করা হচ্ছে ।’’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার হেয়ার স্ট্রিট থানায় হাজির হয়ে এক মহিলা রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন ৷ এই নিয়ে হইচই পড়ে যায় চারিদিকে ৷ শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা ৷ তৃণমূল কংগ্রেসের তরফে এই নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে তেড়েফুঁড়ে আক্রমণ করা হয় ৷ রাজ্যপাল অবশ্য় এক অডিও বার্তায় সব অভিযোগ অস্বীকার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − five =