শনিবার প্রতিবাদের আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনায় বিবৃতি দিল কলকাতা পুলিশ

কলকাতা : শনিবারের প্রতিবাদের আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনায় একটি রাজনৈতিক দলের কয়েকজন নেতা/সমর্থকদের বিরুদ্ধে মোট ৫টি এফআইআর দায়ের করা হয়েছে। সোমবার সামাজিক মাধ্যমে একথা ঘোষণা করেছে কলকাতা পুলিশ কর্তৃপক্ষ। প্রশ্ন উঠেছে, কোন ঘটনায়, কাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হয়েছে, কেন তা স্পষ্ট জানানো হল না?

০৯.০৮.২০২৫ তারিখে কিছু গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদের সময় আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনায় নিম্নলিখিত মামলাগুলি দায়ের করা হয়েছে :

মোট ৫টি এফআইআর দায়ের করা হয়েছে (৪টি নিউ মার্কেট থানায়, ১টি হেয়ার স্ট্রিট থানায়)।

১)মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে আর.আর. অ্যাভিনিউতে না গিয়ে পার্ক স্ট্রিটের দিকে মিছিল নিয়ে যাওয়ার জন্য I

(হেয়ার স্ট্রিট থানার কেস নং ১৭৮, তারিখ ০৯.০৮.২০২৫, ধারা ২৮৫/২২৩/১৮৯(২)/৩(৫) বিএনএস)

২) অন্য রাজনৈতিক দলের “রাখি” স্টলে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য।

(নিউ মার্কেট থানার মামলা নং ১৩৭, তারিখ ০৯.০৮.২০২৫, ধারা ৭৯/৩(৫) বিএনএস)

৩) এক পুলিশ কনস্টেবলকে নির্মমভাবে মারধর করে মাথায় গুরুতর আঘাত করার জন্য।

(নিউ মার্কেট থানার মামলা নং ১৩৬, তারিখ ০৯.০৮.২০২৫, ধারা ১২১(২)/১০৯(১)/৩(৫) বিএনএস)

৪) হকার্স ইউনিয়নের অফিস ভাঙচুর করার জন্য।

(নিউ মার্কেট থানার মামলা নং ১৩৫, তারিখ ০৯.০৮.২০২৫ ধারা ৩২৯ (৪)/৩২৪ (৪)/৩(৫) বিএনএস)

৫) এক সংবাদকর্মীর ক্যামেরা নষ্ট ও তাকে জোরপূর্বক আটক রাখার জন্য।

(নিউ মার্কেট থানার মামলা নং ১৩৪, তারিখ ০৯.০৮.২০২৫, ধারা ১২৬(২)/১১৫(২)/৩২৪(৪)/৩২৬(এফ )/৬২/৩০৩(২)/৩(৫) বিএনএস )

নিউ মার্কেট থানার ২টি আবেদনপত্র আদালতে পেশ করা হয়েছে— একটি এফআইআর দায়েরের জন্য ধারা ২২৪/৩৫১(২)/৩৫২/৩৫৩(১) বিএনএস অনুযায়ী।

অন্যটি এফআইআর দায়েরের জন্য ধারা ১৮৯(২)/১৯১(২)/১৯১(৩)/১৯০/১৮৯(৫)/১৯৫/১২৯(২)/১১৫(২)/১১৮(১)/১১৮(২)/১২১(২)/১৩২/২২৩/২৮৫/৩(৫)/৩২৬(এফ )/৬১(২) বিএনএস সহ ধারা 3 পিডিপিপি আইন অনুযায়ী, পুলিশের বিরুদ্ধে কটূক্তি, জনসাধারণের অসুবিধা সৃষ্টি ও সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে।

*এখনো কোনো গ্রেফতার হয়নি।

*১ জন পুলিশ কর্মী আহত হয়েছে I

* তদন্ত চলছে I”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + fifteen =