রাজ্য পুলিশে বদলি হওয়া ১০০ জনকে ফেরাচ্ছে কলকাতা পুলিশ

রাজ্য পুলিশে বদলি হওয়া প্রায় ১০০ জন অফিসার ফিরছেন কলকাতা পুলিশে, এমনটাই খবর লালবাজার সূত্রে। গত পাঁচ-ছয় বছর ধরে কলকাতা পুলিশের প্রায় ৩০০-এর বেশি অফিসারকে রাজ্য় পুলিশে বদলি করা হয়েছিল বিভিন্ন প্রশাসনিক কারণে। তাঁদের মধ‍্যে ছিলেন সাব ইন্সপেক্টর, কনস্টেবল। এবার তাঁদের মধ্যে প্রায় ১০০ জনকে কলকাতা পুলিশেই ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

সূত্রের খবর, ভাঙড় ডিভিশন তৈরির হওয়ার কারণে ফোর্সের প্রয়োজন রয়েছে। তাই প্রায় ১০০ পুলিশ কর্মীকে কলকাতা পুলিশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। চলতি সপ্তাহেই, সরকারিভাবে কলকাতা পুলিশে যুক্ত হয় ভাঙড়। লালবাজারের নির্দেশিকায় জানানো হয়, কলকাতা পুলিশের দশম ডিভিশনটি হল ভাঙড় ডিভিশন। এর আওতায় থাকবে আটটি থানা। সেগুলি হল হাতিশালা, পোলেরহাট, উত্তর কাশীপুর, বিজয়গঞ্জ বাজার, মাধবপুর, চন্দনেশ্বর, বোদরা ও ভাঙড়।

এ ছাড়াও ওই ডিভিশনের ট্রাফিক নিয়ন্ত্রণে নতুন ভাঙড় ট্রাফিক গার্ড তৈরি করা হচ্ছে। ডিভিশনে দু’জন ডিসি পদমর্যাদার আওতায় থাকবেন চারজন অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনার। প্রত্যেক থানায় ওসি, অতিরিক্ত ওসি, দশজন সাব ইন্সপেক্টর, চারজন মহিলা সাব ইন্সপেক্টর, দু’জন সার্জেন্ট, বারোজন অ‌্যাসিস্ট‌্যান্ট সাব ইন্সপেক্টর, তিনজন মহিলা এএসআই, ৮০ জন কনস্টেবল, ৩০ জন মহিলা কনস্টেবল, ১২ জন গাড়ি চালক থাকবে বলে সূত্রের দাবি। ভাঙড় ট্রাফিক গার্ডে থাকবে একজন এসি, দু’জন ইন্সপেক্টর, ১৫ জন সার্জেন্ট, ১৫ জন এএসআই, ১০০ জন কনস্টেবল। আর এই আটটি থানার জন‍্য প্রয়োজন লোকবল। একাংশের মত সেই কারণেই চটজলদি ১০০ জনকে কলকাতা পুলিশেই ফিরিয়ে আনার কাজ শুরুর পাশাপাশি আগামী দিনে নতুন নিয়োগ হবে কলকাতা পুলিশে এমনটাও জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =