কলকাতা : আইআইএম জোকাতে ধর্ষণের অভিযোগের ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের সাউথ ওয়েস্ট ডিভিশনের ডিসি (ডেপুটি কমিশনার) ৯ জন সদস্যের এই সিট তৈরি করেছেন।
সিটের নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের অ্যাসিসট্যান্ট কমিশনার পদাধিকারী। অন্য দিকে, এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে রাজ্য মহিলা কমিশন।
উল্লেখ্য, আইআইএম জোকার বয়েজ হস্টেলে নিয়ে গিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবারই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশের আবেদনের ভিত্তিতে অভিযুক্ত যুবককে আগামী শনিবার (১৯ জুলাই) পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারপতি।

