পশ্চিম বন্দর থানা এলাকায়  কালীপুজোর মন্দির ভাঙচুর নয়, যৌন নির্যাতনের অভিযোগে পদক্ষেপ কলকাতা পুলিশের 

কলকাতা : পশ্চিম বন্দর থানা এলাকার ঘটনা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় যে দাবি ও সংবাদ প্রচার করা হচ্ছে, তা সত্যের অপলাপ। বিশেষ করে কালী মন্দির বা পুজো মন্ডপে ভাঙচুরের বর্ণনা বিভ্রান্তিকর এবং অসমর্থনযোগ্য ঘটনা।

বাস্তবে একটি পকসো মামলা নিয়ে সংঘর্ষ বাঁধে অভিযোগকারী এবং অভিযুক্তের সমর্থকদের মধ্যে। এ নিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এলাকার কিছু বাসিন্দাদের তরফে পাথর ছোঁড়া হয়েছে ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। যদিও পুলিশ দ্রুত পদক্ষেপ করে। ঘটনাস্থলের কাছাকাছি কালীপূজা মণ্ডপের সুরক্ষা নিশ্চিত করতেই জনতাকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

এর ফলশ্রুতিতেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। প্রকৃত ঘটনাকে আড়াল করে ও অসত্য সংবাদ ছড়ালে শুধু যে অকারণে উত্তেজনা বৃদ্ধি পায় তাই নয়, প্রকৃত সমস্যা থেকে নজরও সরে যায়। সত্যিটা এই যে একটি শিশুর যৌন নিপীড়নের ঘটনায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা। কলকাতা পুলিশের তরফে এই তথ্য তুলে ধরা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =