সৌরভের অভিযোগ পেতেই তৎপর হল কলকাতা পুরসভা

বাড়ির সামনে জল জমছে বর্ষার সময় এমন অভিযোগ খোদ ভারতের প্রাক্তন অধিনায়কের কাছ থেকে আসতেই নড়েচড়ে বসল কলকাতা পুরসভা। এরপরই রডন স্ট্রিটে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে জল জমার সমস্যা মেটাতে তৎপরতা নজরে আসে। কলকাতা পুরসভা সূত্রে খবর, লোয়ার রডন স্ট্রিটের নিকাশি ব্যবস্থা আধুনিক করতে সেখানে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্পিং স্টেশন তৈরি করা হবে। যাতে বেশি বৃষ্টি হলে জমা জল খুব তাড়াতাড়ি বার করা যায়। একই সঙ্গে ওই তল্লাটের নিকাশি নালাগুলোও এ বছর বর্ষার আগেই জরুরি ভিত্তিতে সাফাই করা হবে। এই পুরসভার নিকাশি বিভাগের এক কর্তা জানান, ‘আগের তুলনায় ওই এলাকায় জল জমার সমস্যা অনেকটাই মিটেছে। পরিস্থিতি আরও ভালো করতে যা যা করার, তা সবই করা হচ্ছে।’ একইসঙ্গে এও জানা যাচ্ছে, লোয়ার রডন স্ট্রিট ছাড়াও কলকাতার যে সব জায়গায় জল জমার প্রবণতা বেশি, সেই সব জায়গার নিকাশি নালাগুলোও বর্ষার আগে সংস্কার করা হবে। একই সঙ্গে সেচ দপ্তরকে বর্ষা নামার আগেই খালগুলোর সংস্কার করার আর্জি জানিয়েছে পুরসভা।

এদিকে সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, লোয়ার রডন স্ট্রিটের বাড়িটি সংস্কারের কাজে শিগগিরিই হাত দেবেন মহারাজ। তবে তার আগেই ওই তল্লাটে জল জমার সমস্যা মিটুক, এমনাটই চাইছেন মহারাজ। আর তা ইতিমধ্যেই কলকাতা পুরসভাকে চিঠি দিয়ে জানিয়েছেন তিনি। মেয়র ফিরহাদ হাকিমকে লেখা চিঠিতে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, জল জমার কারণে এলাকার বাড়িগুলোর ক্ষতি হচ্ছে, সেই জন্য এই সমস্যা মেটানো প্রয়োজন। সৌরভের চিঠি পাওয়ার পরেই সমস্যার সমাধানে পুরসভার নিকাশি বিভাগকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেন মেয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =