কলকাতা পুরসভায় চালু হতে চলেছে থ্যালাসেমিয়া টেস্টও

থ্যালাসেমিয়া টেস্ট শুরু হতে চলেছে শহরের প্রতিটি পুর-স্বাস্থ্যকেন্দ্রে, এমনটাই খবর কলকাতা পুরসভা সূত্রে। এই লক্ষ্যে চলছে কলকাতা পুরসভার তরফ থেকে বিশেষ প্রশিক্ষণও।প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পুর-চিকিৎসকদের। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের এক কর্তাও জানান, একটি সংস্থার সহযোগিতায় চিকিৎসকদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তার পরেই শুরু হবে পরীক্ষা। যাতে তাঁরা এই রোগে আক্রান্তদের উপযুক্ত চিকিৎসা দিতে পারেন।
কলকাতা পুরসভার তরফ থেকে হঠাৎ-ই এমন এক উদ্যোগ নেওযার পিছনে কারণ হল, এক বেসরকারি সংস্থার সমীক্ষা বলছে, শহরে বর্তমান মোট জনসংখ্যার ৪ শতাংশ থ্যালাসেমিয়াতে আক্রান্ত।পাশাপাশি পুরসভার তরফ থেকে এ খবরও মিলেছে, এই প্রশিক্ষণের জন্যে ১৫ জন চিকিৎসককে দিল্লিতেও পাঠানো হবে। যাঁরা প্রশিক্ষণে যাবেন, তাঁদের আগামী তিন বছর এই প্রজেক্টে যুক্ত থাকার অঙ্গীকার করতে হবে। এরপর এঁরাই ফিরে এসে পুরসভার দেড়শো চিকিৎসক, স্বাস্থ‌্যকর্মীকে প্রশিক্ষণ দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − six =