কাজের মানোন্নয়নে এবার ‘ই-ওয়ার্ক ডায়েরি’ চালু হতে চলেছে কলকাতা পুরসভায়। কলকাতা পুরসভার এই বিশেষ অ্যাপে নথিবদ্ধ করা যাবে সারাদিনের কাজের খতিয়ান। এমনকী, ফিল্ড ওয়ার্কে গেলেও ছবি তুলে আপলোড করতে হবে। একইসঙ্গে এও জানানো হয়েছে যে, যাঁরা পুরভবনে বসে কাজ করেন, তাঁরা সারাদিনে কী কাজ করলেন, তা ই-ওয়ার্ক ডায়েরিতে জানাতে হবে। কাজের হিসেব খতিয়ে দেখার জন্য তৈরি করা হবে বিশেষ কমিটি। ওই কমিটির সদস্যরা কর্মীদের কাজের মূল্যায়ন করবেন। কলকাতা পুরসভা সূত্রে এও জানানো হয়েছে যে, শীঘ্রই এই ব্যবস্থা কার্যকর হবে।
কারণ, পুরসভার এমন অনেক বিভাগ রয়েছে, যার কর্মীরা সেভাবে কাজ করেন না বলে অভিযোগ উঠছে। ফলে সমস্যায় পড়তে হয় আমজনতাকে। এদিকে আবার অনেক বিভাগে প্রয়োজনের তুলনায় লোকের সংখ্যা কম। তাছাড়া, পুরসভার এমন অনেক বিভাগ আছে যার কাজ পুরোপুরি অনলাইনে হয়। এর মধ্যে অন্যতম জন্ম-মৃত্যু বিভাগ, সম্পত্তিকর মূল্যায়ন। কাজের মূল্যায়নের ফলে কোন বিভাগের কর্মীদের চাপ কম তা বোঝা যাবে সহজেই। এরপর ওই বিভাগ থেকে কর্মীদের যে বিভাগে লোকের প্রয়োজন, সেখানে পাঠানো হবে।