ডেঙ্গি মোকাবিলায় কঠোর পদক্ষেপ গ্রহণ করল কলকাতা পুরসভা । ক্যাম্পাসে জল জমা থাকায় এসএসকেএম কর্তৃপক্ষকে নোটিস ধরাল পুরসভা। ডেঙ্গি মোকাবিলায় কঠোর পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত আগেই দিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেটাই করা হল।
ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, ‘সরকারি বা বেসরকারি যে প্রতিষ্ঠানই হোক, আমরা আপস করব না। নিয়ম যারাই ভাঙবেন, আমরা কেস করব। কোল ইন্ডিয়া, ন্যাশনাল লাইব্রেরিকে ইতিমধ্যেই জরিমানা করেছি। এবার এসএসকেএম হাসপাতালকেও আমরা নোটিস সার্ভ করেছি। যেখানে নিয়ম ভাঙবেন, মানুষকে বাঁচাতে আমরা সেখানেই পদক্ষেপ নেব।’
বর্ষার সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। ডেঙ্গি মোকাবিলায় পুরসভা এবং স্বাস্থ্য দফতরের তরফে আগেই সচেতনতামূলক প্রচার করা হয়েছে। বাড়ি কিংবা অফিস, আশেপাশে কোথাও যাতে জল জমা না থাকে সেই বিষয়ে সতর্ক করেছেন পুরকর্মীরা। তারপরেও বহু এলাকায় থেকে যাচ্ছে জমা জল। আর সেই জমা জলেই জন্ম নিচ্ছে ডেঙ্গির মশা। সেকারণে ডেঙ্গির বাড়বাড়ন্ত সামনে আসতেই শহরজুড়ে অভিযানে নামে কলকাতা পুরসভার কর্মীরা।