বিমানবন্দরের ধাঁচে এবার উজ্জ্বল আলো বসল বিভিন্ন মেট্রো স্টেশনেও। এই নতুন আলো লাগানোর ফলে প্ল্যাটফর্মে আলোর মাত্রা বেড়েছে। সূত্রে খবর, সাধারণত বিমাবন্দরের টার্মিনালে ১৫০ লাক্স মাত্রার আলো থাকে। উল্লেখ্য, বিদ্যুতের খরচ কমাতে উত্তর দক্ষিণ মেট্রোর বিভিন্ন স্টেশনে ২০১৮ সাল থেকে প্রথম এলইডি আলোর ব্যবহার হয়েছিল। এবার ব্লু লাইন তথা উত্তর দক্ষিণ মেট্রোর একাধিক স্টেশনে প্ল্যাটফর্মে আরও উন্নত মানের আলো লাগানোর কাজ শুরু করেছেন কর্তৃপক্ষ।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে এসপ্লানেড, চাঁদনিচক, সেন্ট্রাল, মহাত্মাগান্ধী রোড, গিরিশ পার্ক সহ বিভিন্ন স্টেশনে ওই আলোর বদল ঘটেছে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, এর ফলে দৃশ্যমানতা বেড়েছে। এতে স্টেশনের ভিতরে সিসি ক্যামেরার ছবিও বেশি পরিষ্কার বোঝাচ্ছে। তবে পার্ক স্ট্রিট, মহানায়ক উত্তম কুমার, দমদম, বেলগাছিয়া, দক্ষিণেশ্বর, কবি সুভাষ স্টেশনে এখনও আলো বদলের কাজ বাকি রয়েছে। জুলাইয়ে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।