প্রাক বর্ষার বৃষ্টিতে রবিবার ভিজতে পারে কলকাতা, শনিবার পর্যন্ত তাপপ্রবাহের ইঙ্গিত

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ১০ জুন পর্যন্ত গোটা রাজ্য জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে পশ্চিমের জেলাগুলির পাশাপাশি তাপপ্রবাহ চলছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। কোথাও কোথাও পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। তবে এই অসহ্য গরমের মধ্যেও কিছুটা স্বস্তির বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আশা করা হচ্ছে, রবিবার থেকে আবহাওয়ার বদল হবে। শুরু হবে প্রাকবর্ষার বৃষ্টি। তবে ভরা বর্ষা নামতে এখনও দেরি রয়েছে। কারণ, সাধারণত কেরলের ভূমি বর্ষা স্পর্শ করার পর বাংলায় বর্ষা আসতে সময় লাগে ১০ দিন। ফলে বঙ্গে বর্ষার পদার্পণ এখনও দূর অস্ত। এদিকে আবার বর্ষা আসার পথে বাধা তৈরি করেছে একদিকে আরব সাগর এবং অন্য দিকে মায়ানমার সংলগ্ন সমুদ্র। এই প্রাক বর্ষার বৃষ্টিতে রবিবার দক্ষিণবঙ্গের অন্তত ৯ জেলায় বৃষ্টির আশা রয়েছে। এই তালিকায় রয়েছে কলকাতাও । পাশাপাশি রবিবার বৃষ্টির সম্ভাবনা উত্তরের সব জেলাতেই। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে। এরই পাশাপাশি আবহাওয়া দপ্তরের তরফ থেকে বর্ষার আগমনে দেরি সম্পর্কে জানানো হয়েছে যে, অন্যদিকে ইতিমধ্যেই আবার আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। ঘূর্ণিঝড়ের কারণেও বাংলায় বেশ খানিকটা দেরিতে ঢুকবে বর্ষা এ কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। অন্যান্য বছর জুনের শুরুতেই কেরলে ঢুকে যায় বর্ষা। এবার তাতে খানিকটা দেরি হচ্ছে। এর পিছনেও অবশ্য অনেকেই ‘বিপর্যয়’কে দায়ী করছেন। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে বর্ষা চলে আসবে। তার জেরে শনিবারের পর বদলাতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া। তৈরি হবে বর্ষার অনুকূল পরিস্থিতি তবে দক্ষিণবঙ্গে কী হবে, তা এখনও স্পষ্ট নয়। আর সেইকারণেই শনিবার পর্যন্ত রাজ্যের ১৩ জেলায় তাপপ্রবাহের সতর্কতার কথাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে বাংলায় রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও চলতি সপ্তাহে তপ্তই থাকবে বাংলা। তীব্র তাপমাত্রার পাশাপাশি থাকবে প্রবল আর্দ্রতা। ফলে ঘামেও ভিজতে হবে সমানে। সঙ্গে আবহাওয়াবিদরা এও জানান, ভারতীয় মূল ভূখণ্ডে এখনও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেনি। ফলে পশ্চিম ভারত থেকে ঢুকতে পারে শুকনো গরম হাওয়া। ফলে তাপপ্রবাহের আশঙ্কা থাকছেই। পাশাপাশি তাঁরা এও জানান, উপকূলবর্তী জেলাগুলিতে তাপপ্রবাহ খাতায় কলমে না হলেও কিছুমাত্র কম অনুভূত হবে না গরমের কষ্ট। কেরলে কবে বর্ষা ঢুকবে, এখন সেটাই বলতে পারছেন না আবহাওয়াবিদরা। এদিকে বৃহস্পতিবার থেকে ৯ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পাশাপাশি আগামী রবিবারও পশ্চিমাঞ্চলের ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ।
তবে শনিবারের পর উত্তরবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ায় রবিবার উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ৫ জেলার তালিকায় রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। রবিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ৯ জেলায়। রবিবার বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। তার আগেও বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 13 =