ঘরের মাঠে চারটির মধ্যে তৃতীয় হার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স তেমন দেখা যাচ্ছে না। শুরু থেকেই নানা সমস্যা চলছে। এর সমাধান ঠিক কী, বোঝা কঠিন। গত ম্যাচে পঞ্জাবের মাঠে লজ্জার হার সঙ্গী হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। ঘরের মাঠে ফিরেও তার বদল হল না। অথচ এমন নয় যে খুব কঠিন পরিস্থিতি ছিল। মিডল অর্ডারের যে সমস্যা, তা এখনও দূর হল না। ঘরের মাঠে এ মরসুমে চারটির মধ্যে তৃতীয় হার।
ইডেনে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে। তাঁর বিশ্বাস ছিল, মিডল অর্ডার ঘুরে দাঁড়াবে। কিন্তু হল না। প্রথমে ফিল্ডিংয়ে অস্বস্তি, এরপর ব্যাটিংয়ে। প্রথমে ব্যাট করে কেকেআরকে ১৯৯ রানের টার্গেট দেয় গুজরাট টাইটান্স। অথচ এই টার্গেট আরও ছোট হতে পারত। জস বাটলার সে সময় ১৭ রানে ব্যাটিং করছিলেন। সে সময় তাঁর ক্যাচ পড়ে। আর সেই বাটলারই ২৩ বলে ৪১ রান করে স্কোরটা বাড়িয়ে দেন।
রান তাড়ায় শুরুটা ইতিবাচক হয়নি কেকেআরের। মরসুমের প্রথম ম্যাচ খেলতে নামা রহমানুল্লা গুরবাজ ১ রানেই ফেরেন। তবে অজিঙ্ক রাহানে ও সুনীল নারিন জুটি কিছুটা ভরসা দেয়। রশিদ খান আক্রমণে আসতেই নারিনের উইকেট। সবচেয়ে হতাশার পারফরম্যান্স ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ারের। ১৯ বলে ১৪ রানে ফেরেন। ক্রমশ ম্যাচে পিছিয়ে পড়তে থাকে কেকেআর।
ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে প্রায় প্রতি ম্যাচেই ভরসা দিয়েছেন। এই ম্যাচেও অন্যথা হল না। ৩৬ বলে হাফসেঞ্চুরিতে ফেরেন রাহানে। আন্দ্রে রাসেল গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দিয়েছিলেন। কিন্তু ব্যাটিংয়ে ফের হতাশা। রিঙ্কু সিং, রাসেল, রমনদীপ, মইন আলি অল্প সময়ের ব্যবধানে একঝাঁক উইকেট। শেষ দিকে অংকৃষ রঘুবংশী ১৩ বলে ২৭ রানের ইনিংস খেলেন। হারের ব্যবধান কিছুটা কমে তাতে।