শুরু হতে চলেছে ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা

হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। বেলা ২টার সময় কলকাতার সেন্ট্রাল পার্কে উদ্বোধন হবে ২০২৩ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলার। দুর্গাপুজোর পরই কলকাতার মানুষকে উন্মাদনায় ভাসতে দেখা যায় এই বইমেলাকে ঘিরেই। ফলে এই ক্ষণের জন্ ফি-বছর অপেক্ষায় থাকেন কলকাতাবাসী, এটা বললে অত্যুক্তি হবে না। এবারের থিম কান্ট্রি স্পেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন ভারতে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত হোসে মারিয়া রিডাও ডমিনগুয়েজ এবং স্পেনের ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রকের ডিরেক্টর জেনারেল মারিয়া হোসে গালভেজ সালভাডরও। একইসঙ্গে শীর্ষেন্দু মুখোপাধ্যায়কেও দেখা যাবে ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনে। উদ্বোধনী মঞ্চে তাঁকে বিশেষ সম্মানও দেওয়া হবে বলে গিল্ড সূত্রে খবর। এ ছাড়াও সমাজের আরও অনেক কৃতী মানুষকে দেখা যাবে এদিনের এই বইমেলার উদ্বোধনের অনুষ্ঠানে।

বুকসেলার্স অ্যান্ড গিল্ড সূত্রে খবর, গত কয়েক বছরের মতো এ বারেও বইমেলা হচ্ছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। সোমবার উদ্বোধনের পর ৩১ ডিসেম্বর, মঙ্গলবার থেকে বই মেলা খুলে যাবে সকলের জন্য। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। দুপুর ১২টা থেকে রাত ৮টা অবধি খোলা থাকবে মেলা। বইমেলার সময় পরিষেবা বাড়াবে মেট্রো রেল কর্তৃপক্ষ। ইস্ট-ওয়েস্ট রুটে মেট্রোর সংখ্যা বইমেলার কয়েক দিনের জন্য বাড়ানো হবে। বিশেষ পরিষেবা রাখা হচ্ছে সরকারি বাসের ক্ষেত্রেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + twelve =