কলকাতা: দেশের শীর্ষস্থানীয় ইউনিফর্ম পোশাক উৎপাদনকারী ব্র্যান্ড ‘দর্শন ভালজি’ আসন্ন একাডেমিক সেশনকে মাথায় রেখে ইউনিফর্ম কাপড়ের বিশাল পরিসর প্রদর্শন করল। এখানে বলে রাখা শ্রেয়, ‘দর্শন ওয়ালজি হল ইউনিফর্ম এবং কর্পোরেট ফ্যাব্রিকের একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড যাদের ৬০০০ টিরও বেশি ডিজাইন সর্বদা প্রস্তুত।’
বুধবার ‘দর্শন ওয়ালজি’ এবং তার চ্যানেল অংশীদার আর কে এন্টারপ্রাইজের যৌথ সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ‘দর্শন ওয়ালজি’-এর এমডি কিশোর কোঠারি ও সঞ্জয় কোঠারি, ঝাঁওয়ার সার্ভিসেস-এর হরিশঙ্কর ঝাঁওয়ার, আর. এর। এছাড়াও উপস্থিত ছিলেন এন্টারপ্রাইজের মালিক কমল লুনিয়া ও তার তিন ছেলে শ্রেয়াস লুনিয়া, মুকেশ লুনিয়া ও মোহিত লুনিয়াসহ অন্যান্য বিশিষ্টরা।
দিনের এই অনুষ্ঠানে সংস্থার এমডি সঞ্জয় কোঠারি জানান, কলকাতায় কোম্পানির এটি দ্বিতীয় ইভেন্ট, যেখানে এত বড় পরিসরে ডিসপ্লে স্থাপন করা হয়েছে। সঙ্গে এও জানান, শুধুমাত্র গ্রাহকদের সাথে সংযোগ, নতুন লঞ্চ এবং নতুন ধারণা বিনিময়ের জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’
PICS : Aditi Saha